Posts

Faguner kobita॥Kobita|ফাল্গুনের​ কবিতা॥বসন্তের​ কবিতা॥দিবসের কবিতা॥কবিতা“রূপের আগুনে ফাগুন”কবি “মোহাম্মদ আবদুল কাইয়ুম”

Image
  ফাগুন এসে পড়েছে। আর ফাগুন কিংবা বসন্ত উপলক্ষে আমাদের আজকের কবিতা।  রূপের আগুনে ফাগুন [মোহাম্মদ আবদুল কাইয়ুম] তোমার প্রেমের অধরা জ্যোৎস্নায় ভিজে আত্মা ভোগে ভীষণ অতৃপ্তিতে, দেখা কি হবে কোন এক চাঁদহীন রাতে মিলন মোহনাতে! তোমাতে আমাতে অনুরাগে ভালোবাসা পড়ে যদি চুয়ে চুয়ে নীল বেদনার বুক ভেদ করে বাসনার শরীর ছুঁয়ে ছুঁয়ে আসে যদি বসন্ত এ তল্লাটে প্রেমজট ঠেলে পথ ভ্রমে কচি কচি কিশোলয়ে শিমুল পলাশের ঠোঁট চুমে, শীতের ঝরা পাতার ক্লান্তি ভুলে মিলন যে সবুজ নীলে, কি এক আবেশে নিলুয়া বাতাসে মনে কত স্বপ্ন দুলে। ফাল্গুনী হাওয়া এক জীবনে জুটে যদি ভাগ্যে পাওয়া, বঙ্গ জননীর হৃদয় আকাশ যেন কত মধুর স্বপ্নে ছাওয়া। অনাবিল সুখ সমৃদ্ধির ঢেউ খেলে যায় ইথারে আজি সুর্য উঠে রক্ত রাগে বাসন্তী বাহারে। প্রকৃতির অরূপ রতন মোহিনী সাজের মাস, মন মাঝির কখন জানি হলো এমন সর্বনাশ! কৃষ্ণচূড়ার লালে বেধুম উল্লাসে চনমন কিশোরী মন, কোকিলের কুহুতানে ফুলের বনে লেগেছে যেন আগুন বর্ণিল নতুন সাজে বসুধা মাঝে আজ এসেছে ফাগুন। কবি পরিচিতিঃ)   মোহাম্মদ আবদুল কাইয়ুম পিতাঃ মরহুম মোহাম্মদ দানা মিয়া মাতা: মোসাঃ রহিমা বেগম স্ত্রী : রাবেয়া